সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গ্যাস সিলিন্ডার সাড়ে ১৪০০ টাকা বিক্রির অভিযোগ উঠেছে।
সরকারি এ গ্যাস ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও বেশি দামে বিক্রি করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লাপাড়া পৌর শহরের একটি স্যানিটারিতে প্রতিনিয়ত সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) বিক্রি করা হয়।
তবে এ সরকারি গ্যাস ৬৯০ টাকা মূল্য নির্ধারণ করা থাকলেও ভোক্তা পর্যায়ে সাড়ে ১৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং পাইকারি ১৪০০ টাকা দরে বিক্রি করা হয়। দ্বিগুণ দামে সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বাঘাবাড়ি থেকে সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) কম দামে কিনে বাজারে অন্য গ্যাস সিলিন্ডারের সমান দামে বিক্রি করা হচ্ছে। অন্য গ্যাস সিলিন্ডার ১২ কেজি থাকলে বিপিসি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি থাকায় বাজারে বিপিসি সিলিন্ডারের চাহিদা রয়েছে। এজন্য অন্য গ্যাস সিলিন্ডারের চেয়ে এ গ্যাস সিলিন্ডার ভোক্তারা বেশি ব্যবহার করে থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা ধাম নির্ধারণ করা রয়েছে। এ সরকারি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।