ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় রূপসী ম্যানগ্রোভের সংস্কার উদ্বোধন

দেবহাটায় রূপসী ম্যানগ্রোভের সংস্কার উদ্বোধন

সাতক্ষীরার দেবহাটার নান্দনিক রূপসী ম্যানগ্রোভের ভাঙনরোধে বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। গতকাল রোববার এই সংস্কার কাজের উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। সূত্র মতে, দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রমণপিপাসুদের মানসিক প্রশান্তি ও পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর দিককে সামনে রেখে রূপসী ম্যানগ্রোভকে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে নান্দনিক পিকনিক স্পট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র। প্রতিবছর বিভিন্ন ছুটিসহ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে গরম বা শীত এবং বিভিন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এ পর্যটনকেন্দ্রটি। ২০১২ পরবর্তী তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার আনম তরিকুল ইসলামের উদ্যোগে সরকারি খাসজমিতে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় এই রূপসী ম্যানগ্রোভকে। সেজন্য সুন্দরবন থেকে কেওড়া, গেওয়া, সুন্দরী ও গোলপাতাসহ নানা প্রজাতির চারা এনে এখানে রোপণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসারকে এসে রূপসী ম্যানগ্রোভকে নতুন নতুন রূপ দেওয়ার কাজ করেন।

বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান যোগদান করে, এখানে বিনোদনের জন্য নানারকম ইভেন্ট তৈরি করেন। তিনি এই নান্দনিক বিনোদনকেন্দ্রটিকে আরও রূপময় ও নৈসর্গিক রূপ দিতে বিভিন্ন নতুন নতুন ইভেন্ট, নতুন করে আবাসিক স্থান, ট্রেইলসহ নানারকম কাজ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত