ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেত্রকোনায় গ্রেপ্তার দুই

নেত্রকোনায় গ্রেপ্তার দুই

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খান ও বারহাট্টা রবিন শেখ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। এদিকে, নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় রবিন শেখ নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ।

তার বিরুদ্ধে হত্যাসহ আরও ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার নৈহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত