ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে গাছ নিয়ে বিরোধে খুন

তাড়াইলে গাছ নিয়ে বিরোধে খুন

কিশোরগঞ্জের তাড়াইলে গাছসংক্রান্ত বিরোধের জেরে ফজলুর রহমান (৫০) নামের একজন নিহত হয়েছেন। নিহত ফজলুর রহমান দিগদাইড় গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের হারেছ মিয়ার স্ত্রী আসমা আকতারকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ। তাড়াইল থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় বাজারের রাস্তায় একই পরিবারের দুই ভাতিজা নুরুল ইসলামের ছেলে এনায়েতুল্লাহ ও হারেছ মিয়ার ছেলে হাবিবুর রহমান তারা কলা গাছ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। তখন নিহত ফজলুর রহমান তাদেরকে মারামারি থেকে নিবৃত্ত করিয়া বাড়ি নিয়া যায়। বাড়ি যাওয়ার পর উক্ত ঘটনাকে কেন্দ্র করে হারেছ মিয়ার স্ত্রী আসমা আকতারসহ অন্যান্যরা নিহত ফজলুর রহমানকে মারধর করে। তখন পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত