
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিচারক হিসেবে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি ও মহিলাবিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম রাউন্ড বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’।