প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ মে, ২০২৫
প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। গত সোমবার স্থানীয় ভবানী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মসজিদের ইমামণ্ডমুয়াজ্জিন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝেও ছাতা বিতরণ করা হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা * আলোকিত বাংলাদেশ