
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেছেন আমরা সুখী সমৃদ্ধ মুন্সীগঞ্জ জেলা চাই। জানামতে এই জেলার প্রতিটি পরিবারের একজন সদস্য বিদেশ থাকেন। অনেকে দালালের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছেন যা আমাদের কাম্য নয়। দক্ষতা অর্জন করে বিদেশ গমন করলে তার নিরাপদ আভিবাসন হবে। কাজ শিখে দক্ষতা অর্জনের জন্য অনেক প্রতিষ্ঠান আছে তার মধ্যে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে। এছাড়াও বেসরকারি পর্যায়েও অনেক প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠান থেকে দক্ষতা অর্জন করে বিদেশ গমন করলে কোনো অসুবিধার সম্মুখিন হতে হয় না। বিদেশে কাজে যাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ নেয়াটা জরুরি। বড় অংকের লেনদেন করলে অবশ্যই ডকুমেন্ট রাখতে হবে। প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করে নিতে হবে। জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেমিনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর, টিটিসির প্রতিনিধি ওহিদুজ্জামান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া বেগম প্রমুখ।