ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বেগমগঞ্জে গ্রিল কেটে সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার চুরি

বেগমগঞ্জে গ্রিল কেটে সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার চুরি

নোয়াখালী চৌমুহনীতে গ্রিল কেটে চুরি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মন্ডলপাড়ার দেলোয়ার ভিলার দ্বিতীয় তলার বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসায় কেউ না থাকায় এ সুযোগে বাসার পিছন দিয়ে রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে চুরি করা হয়েছে। চুরের দল বাসায় দুইটি আলমারি ভেঙে সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়। এর আগেও এই বাসায় আরেকবার চুরি হয়েছে। এতে প্রায় আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এ চুরি ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় বেলাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে থাকা পুলিশ ফাঁড়ির এসআই জসীম আল মামুন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তিনি বলেন এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। দ্রুত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। অপরাধীদেরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত