ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ

উখিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ

ধর্মের নামে বিভেদ নয়, বরং পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধার মাধ্যমে গড়ে তুলতে হবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ- এই বার্তা নিয়ে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ।

গত বুধবার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উখিয়া শাখার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলা আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাছির উদ্দিন, পিএফজি’র চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী মোহাম্মদ রাশেল ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

পিএফজি’র সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার।

বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ সাইফুল্লাহ, জামায়াত নেতা রিদুয়োনুল হক জিশান, এবি পার্টির নেতা ছৈয়দ হোসেন, বৌদ্ধ ধর্মীয় নেতা জোতি প্রজ্ঞা ভিক্ষু।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের কেউ জড়িত ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের একাংশ পরিকল্পিতভাবে ওই হামলার ঘটনা ঘটিয়েছে। বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা সমাজে বিভেদ তৈরি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে সামাজিকভাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত