কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেছেন, ধরলা নদীর ড্রেজিং এর কাজ চলমান থাকায় নদী ভাঙন হ্রাস পেয়েছে। যার সুফল পেতে শুরু করেছে ধরলা নদীর অববাহিকায় বসবাসকারী চলাঞ্চলের মানুষজন। গতকাল বৃহস্পতিবার বিআইডাব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভরা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা আরও বলেন, ধরলা নদীতে ড্রেজিং- এর মাধ্যমে উত্তোলিত বালু দ্বারা জনকল্যাণমূলক কাজ করার জন্য ব্যবস্থা নেয়া হবে আলোকিত বাংলাদেশ