সিরাজগঞ্জের এনায়েতপর থানার ব্রাম্মন গ্রামে নানার বাড়িতে পারিবারিক কলহকে কেন্দ্র করে শিশু ছাত্রী নাতনি লাবনী আক্তারকে (৮) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার নানি লাল বানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গ্রামের শুকুর আলী সরকারের মেয়ে নারগিস খাতুনকে নওগাঁর আত্রাই উপজেলার কবির নগর গ্রামের জাহেদুর রহমানের ছেলে নাহিদ আলমের প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। এ বিয়ের পর থেকে নাহিদ আলম ঢাকায় চাকরি করেন। এ কারণে মেয়ে লাবনীসহ তার স্ত্রী ব্রাম্মন গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। মেয়ে স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। অসুস্থ মা ও মেয়ে নানার বাড়ি থাকা নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহ ও ঝগড়া ঝাটি হতো। এরই জের ধরে শুক্রবার রাতে নানিসহ পরিবারের অনান্য লোকজন লাবনীকে মারপিট ও শ্বাসরোধে আহত করে। তাকে ওই রাতেই এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। গতকাল শনিবার পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং এ ঘটনায় নানি লালবানুকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা করেছে।