হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির নিকট পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বরাব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান সাদিয়া আক্তার (৭) ও নবিউর রহমান (৪)। গতকাল শনিবার দুপুরে কোনো এক সময় পুকুরে ডুবে তারা মারা যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি নূর আলম এ তথ্য জানিয়েছেন।