ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

খোকসায় বাস ট্রাকের সংঘর্ষে আহত ৩১

খোকসায় বাস ট্রাকের সংঘর্ষে আহত ৩১

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩১ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বাসের যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা খাদে পড়া বাসটি উদ্ধারের কাজ চালাচ্ছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবির হোসেন সোহাগ বলেন, সকালে সড়ক দুঘটনায় মোট ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত