ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কলেজ মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান আনিচ, জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন খান, নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সদস্য সচিব সাইদুল কবির রান্না, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল, মো. মিরাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।