প্লাস্টিক দূষণ আর নয়- প্রতিপাদ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রোববার রাজবাড়ী শহরের প্রধান সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারিয়া হক, ইয়েস দলনেতা মানিক হোসেন, সনাক সদস্য আবুল বাশার চৌধুরী, কমল কান্তি সরকার ও মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।