ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

একযোগে বদলি হলেন চাঁদপুর পৌরসভার ৫ কর্মকর্তা-কর্মচারী

একযোগে বদলি হলেন চাঁদপুর পৌরসভার ৫ কর্মকর্তা-কর্মচারী

চাঁদপুরে একযোগে বদলির আদেশ করা হয়েছে, চাঁদপুর পৌরসভার ৫ কর্মকর্তা-কর্মচারীকে। এর আগে বদলিকৃত স্থানে যোগদান করেছেন দীর্ঘ দুই যুগ ধরে এ পৌরসভায় থাকা দোর্দন্ড প্রতাপশালী প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার। গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম জাকারিয়া। গত ১৯ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মফিজ উদ্দিন হাওলাদারকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেন। ওই আদেশের পর মফিজ উদ্দিন হাওলাদার নতুন বদলিকৃত কর্মস্থল কক্সবাজারের মহেশখালী পৌরসভায় যোগদান করেছেন। চাঁদপুর পৌরসভায় দীর্ঘ দুই যুগ ধরে কর্মরত ছিলেন মফিজউদ্দিন হাওলাদার। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় তাকে পত্র পাঠায়। তিনি স্থানীয় দুদক কার্যালয়ে তার যাবতীয় তথ্যাদি দাখিল করেন বলে জানানো হয়। অপরদিকে চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিনকে মতলব নারায়ণপুর পৌরসভায়, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কামাল হোসেন, সহকারী বাজার আদায়কারী এমদাদ হোসেন মিলনকে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায়, অফিস সহায়ক মো. শাহজাহান প্রধানিয়া ও মালী মুক্তার আহমেদকে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়েছে। গত ২৮ মে চাঁদপুর জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে। ওই পত্রে আগামী ৪ জুনের মধ্যে তাদেরকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম জাকারিয়া বলেন, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারকে বিভাগীয় কার্যালয় থেকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত