ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল মেম্বারের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত শামীম হাসানের সঙ্গে একই এলাকার বাঐতারা পূর্ণবাসন এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে প্রেম ভালোবাসা শুরু হয়। দীর্ঘদিনে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমিক শামীম শুক্রবার বিকালে প্রেমিকাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসতে বলে। এ বিশ্বাসে প্রেমিকা ওইদিন বিকালে উল্লেখিত স্টেশনে যান।

প্রেমিক সন্ধ্যার দিকে তাকে একটি সিএনজিযোগে একই এলাকার পিপুলবাড়িয়া গ্রামের বন্ধু সোহাগ হোসেনের বাড়িতে নিয়ে যায় এবং ওইদিন রাতভর শামীমসহ ৩-৪ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন শনিবার দুপুরের দিকে প্রেমিকাকে সিএনজিযোগে জোরপূর্বক সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়া হয়।

এ ঘটনায় ওই তরুণী সংশ্লিষ্ট থানায় শামীমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ গত শনিবার গভীর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত