ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শতাধিক হারানো ফোন উদ্ধার করল এপিবিএন

শতাধিক হারানো ফোন উদ্ধার করল এপিবিএন

বগুড়ায় বিগত দুই মাসে শতাধিক ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেলের সদস্যরা। রোববার বেলা ১১টায় ৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: শহীদ আবু সরোয়ার উদ্ধা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেন।

গত মে মাসে বিভিন্ন ব্রান্ডের ৫০টি ফোন উদ্ধার করেছেন সাইবার ক্রাইম সেল এর সদস্যরা। এছাড়া নগদ ও বিকাশের মাধ্যমে প্রতারনামূলক ৪টি ঘটনায় ৫৮ হাজার ৪৮০ টাকা উদ্ধার, নিখোঁজ ৫ জন ব্যক্তি উদ্ধার, হ্যাক করা ফেসবুক ও হোয়াটস এ্যাপ আইডি পুনরুদ্ধার করেছেন। এর আগে এপ্রিল মাসে ৫৬টি মোবাইল উদ্ধারসহ নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মুঠোফোন হাতে আবু তালহা আরাফাত জানান, ঢাকার মোহাম্মদপুরে ফোন হারিয়ে গিয়েছিল। তারপর আমি জিডি করে বগুড়ার এপিবিএন এর মাধ্যমে ফোন ফিরে পেয়েছি। আমি কখনও ভাবেননি হারানো ফোন ফিরে পাবেন। আমি অভিভূত। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার আবু হানিফ মৃধা বিকাশে ৩২ হাজার টাকা ভুলবশত পাঠিয়েছিলেন, পরে থানায় সাধারণ ডায়েরি করে, সেই টাকা এপিবিএন সাইবার ক্রাইম সেল সদস্যরা উদ্ধার করে দিয়েছেন। ৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি শহীদ আবু সরোয়ার জানান, উত্তরাঞ্চলের ১৬ জেলায় সাইবার ক্রাইম সেল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া ও হারানো মোবাইল উদ্ধার, প্রতারণামূলক লেনদেন রোধসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত