শেরপুর জেলা থেকে এবার পবিত্র হজ পালন করতে গেলেন ৯৫২ জন। সরকারিভাবে শেরপুর জেলা থেকে এবার হজে গেছেন ২২ জন। বেসরকারি বিভিন্ন হজ এজেন্ট এর মাধ্যমে শেরপুর জেলা থেকে হজ পালনের জন্য গেছেন ৯৩০ জন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উপস্থিতিতে প্রশিক্ষকরা শেরপুর জেলার মোট ৬৩৪ জন হজযাত্রীকে ইসলামিক ফাউন্ডেশন-এর মাধ্যমে প্রশিক্ষণ করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন শেরপুর এস এম মোহাই মোনুল ইসলাম।
তিনি আরও বলেন, গত ১৬ এবং ১৭ এপ্রিল প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস শেরপুর ডা. আহসানুল হাবিব, হাব প্রতিনিধি ইয়াসিন খান শফিক, খতিব বায়তুন নূর জামে মসজিদ চকপাঠক শেরপুর মাওলানা মুফতি খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স।