ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। গতকাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় আয়োজনগুলো সম্পন্ন হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বক্তারা দুধের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরেন এবং জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।