ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে কৃষকের গোলার ধান খেয়ে গেল বন্যহাতির দল

ঝিনাইগাতীতে কৃষকের গোলার ধান খেয়ে গেল বন্যহাতির দল

শেরপুরের ঝিনাইগাতীতে মোবারক হোসেন নামে আরও এক কৃষকের গোলার ধান-ভুট্টা খেয়ে গেছে বন্যহাতির দল। গত সোমবার রাতে অর্ধশতাধিক বন্যহাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টায় অর্ধশতাধিক বন্যহাতির একটিদল গোমড়া ও সন্ধ্যাকুড়া এলাকায় তাণ্ডবলীলা চালায়। এসময় হাতিরদল কৃষক মোবারক হোসেনের ঘরের বেড়া ভেঙে ঘরে থাকা ৩৫ মণ ভুট্টা ২০ মণ ধান ও ১০ মণ চাল খেয়েও পায়ে মারিয়া সাবাড় করে দেয়। ঘরের আসবাবপত্রগুলো গুঁড়িয়ে দেয়। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার সীমান্তের গারো পাহাড়ে ১০টি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কৃষকদের গোলার ধান খেয়ে গেছে বন্যহাতির দল। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িঘর বনবিভাগের জমির উপর হওয়ায় ক্ষতিপূরণের টাকাও পাচ্ছেন না কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন চরম বিপাকে। বর্তমানে উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফলে আতঙ্কে বিনাতিপাত করছেন পাহাড়ি গ্রামবাসীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বনের জমিতে ঘর-বাড়ি নির্মাণ করে যেসব পরিবার রয়েছে তারা ক্ষতিপূরণের টাকা পাবেন না। যাদের জমির কাগজপত্র ঠিক আছে, তারা ক্ষতিপূরণ পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত