সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া চর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সোলায়মান (২৭) ও ঢাকার হাজারীবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ (২৪)।
চৌহালী থানার ওসি আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় গত সোমবার রাতে এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কারবারিতে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে অনেক মাদক মামলা রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।