নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ১৩-১৭ বছর বয়সি কিশোরীদেরকে নিয়ে স্বপ্ন সারথি দলে জীবন দক্ষতা সেশনের এক কর্মসূচি আয়োজন করা হয়। গত সোমবার উপজেলার নয়াপাড়া এলাকায় এই স্বপ্ন সারথি দলে ২৪তম সেশনে এ স্বপ্নের মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ৩টি দলে বিভক্ত হয়ে ৩টি স্টলে স্বপ্নের এ মেলা বসে। প্রতিটি স্টলের কিশোরীরা তাদের নিজ নিজ হাতে আঁকা আর্ট পেপারে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে ধরেন এবং তাদের স্বপ্নের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সেশনেগুলোর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে নির্ধারণ করতে পেরেছি পরবর্তী সেশনগুলোতে যদি আমাদের আয়বর্ধকমূলক প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবো।
২৪তম এই সেশনটি পরিচালনা করেন ব্র্যাকের সেলপ কর্মসূচি কলমাকান্দা শাখার কর্মকর্তা চামেলী খাতুন (অফিসার সেলপ)।