ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে পার্টনার কংগ্রেস

শেরপুরে পার্টনার কংগ্রেস

কৃষিই সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সমেশন ফর নিইট্রেশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার শেরপুর উপজেলা পরিষদ হল রুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর মোহাম্মদ সাখাওয়াত হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মায়মনসিংহ অঞ্চল কৃষিবিদ সালমা আক্তার। তিনি বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পটি একটি বৃহৎ প্রকল্প। আমরা এ প্রকল্পে মাধ্যমে কৃষিতে আমরা গতানুগতিক অবস্থায় আছি এ প্রকল্পের মাধ্যমে তার রূপান্তর ঘটাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শেরপুর আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, জেলা কৃষক দলের সভাপতি গোল্ডেনসহ উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত