নীলফামারীতে জেলা পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের উদ্যোগে পুরোহিতদের দক্ষতাবৃদ্ধি করণে’ নয়দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য দেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একই প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) শংকর কুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট নীলফামারী প্রকল্প কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) শংকর কুমার দাস জানান, জেলার ছয় উপজেলার ২৫ জন অংশগ্রহণ করছেন।