ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির নতুন সমন্বয় কমিটি

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির নতুন সমন্বয় কমিটি

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ময়মনসিংহে জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। গত ১৬ জুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর এই ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এটি কার্যকর থাকবে।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন জাভেদ রাসিন। তার নেতৃত্বে গঠিত এই ৩৫ সদস্যের কমিটি স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মিয়াজ মেহরাব তালুকদার, ইঞ্জিনিয়ার আবুল বাশার, আশিকুল আলম রাজন, আরজু আহমেদ, তানহা শান্তা, মো. ইকরাম এলাহী খান, জসিমউদ্দিন, এটিএম মাহবুব, রাহাত জাহান হোসাইন, মোকাররম আদনান, অশরাফুজ্জামান, নূর হোসেন খান, নুরুল ইসলাম, ফাহাদ শেখ, আবুল কালাম ফরাজী, এএসএম ইমরান হোসেন, মো. মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, হাবিব আদনান, ফুয়াদ খান, মাসুদ রানা, রাজন আহমেদ, এসএম আতাউল উসমান গনি, আবু রায়হান, আতিকুর রহমান, সোলায়মান হাকিম বুলবুল, সুফি আব্দুল্লাহ, আব্দুর রহমান, তারিক হোসেন, মোস্তাফিজুর রহমান মিগু, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মতিউর ইসলাম লিটন, জাকারুল ইসলাম ও শেখ শাহীন। নবগঠিত এ কমিটির প্রধান সমন্বয়কারীর জাভেদ রাসিন, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে ময়মনসিংহে দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনে কাজ করবে।

আপাতত নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ করে কমিটি গঠন করাই বর্তমানে প্রধান লক্ষ্য।

নবগঠিত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কমিটির লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে এনসিপির আদর্শ ও কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া এবং ময়মনসিংহে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত