ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা

পাবনায় চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা

গরুর খেত খাওয়ার মিথ্যা অপবাদ দিয়ে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশীরা। এরপরও মায়ের হয়ে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না ১৭ বছরের কিশোরের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন? প্রতিবেশী।

গত মঙ্গলবার রাতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক মন্ডল (১৭) রামকান্তপুর গ্রামের হন্তেশ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকালে প্রভাবশালী প্রতিবেশী আরোফ মৃধার খেত খায় গরু। সেই গরু আশিকের মায়ের গরু অপবাদ দিয়ে তার মাকে বেধড়ক মারপিট করেন অভিযুক্ত প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মা’কে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যান এবং মায়ের অপবাদকে ভুল স্বীকার করেও ক্ষমাও চান। এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত। পরে?? আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যায়।

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, গরুর খেত খাওয়া নিয়ে ঝামেলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরইমধ্যে ৬ জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত