ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে গাঁজাসহ কারারক্ষী আটক

নীলফামারীতে গাঁজাসহ কারারক্ষী আটক

নীলফামারী কারাগারে বন্দিদের গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে গাঁজাসহ সালমান শাহ নামের এক কারারক্ষী। গত সোমবার রাত তিনটায় নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি (১৪৬৭৩) সালমান শাহ তার ডান পায়ের জুতার ভিতরে গাঁজা নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারের মূল ফটকে গেট পাহারাদার তার দেহ তল্লাশি করলে আশি গ্রাম গাঁজা উদ্ধার করে কারাগার কর্তৃপক্ষ। কারাগার সূত্র জানায়, বিভিন্ন মাদক মামলার আসামিদের গাজা পৌঁছে দেওয়ার জন্য এই কারারক্ষি গাজা নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ বিষয়ে জেলার ফারুক হোসেন বলেন, কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্তসহ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জেল সুপার রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা দীর্ঘদিন ধরে মাদক ধরার জন্য ফাঁদ পেতে আছি, তারই ধারাবাহিকতায় কারারক্ষী সালমান শাহকে গাঁজাসহ হাতেনাতে আটক করি। সে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা মাদকের মামলার আসামিদের গাঁজা সরবরাহ করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত