ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

শরীয়তপুর জেলা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে পদ বঞ্চিত জেলা ছাত্রদলের একাংশ। গতকাল বুধবার বেলা ১টায় ছাত্রদলের ২ শতাধিক নেতাকর্মী শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ করে। পরে সেখানে এক ছাত্র সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঘোষিত কমিটি বাতিল চেয়ে সদ্য ঘোষিত কমিটির পাঁচজন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত একটি খোলা চিঠি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বরাবর দেওয়া হয়। খোল চিঠি পাঠ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নুর। এ সময় যুগ্ম আহ্বায়ক বাবু মাদবর, আতিকুর রহমান, পান্থ তালুকদার, ইসহাক সরদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিক্ষোভ ও সমাবেশ চলাকালে শরীয়তপুর বাসস্টান্ড থেকে সদর হাসপাতাল পর্যন্ত দীর্ঘ যানযটের সৃস্টি হয়। পরে সমাবেশ শেষে দ্রুত যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করে বিক্ষোভে আশা ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগেও কমিটি বাতিলের দাবি জানিয়ে ছাত্রদলের পদবঞ্চিত এই অংশের নেতাকর্মীরা সড়ক অবরোধ, মশাল মিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ছাত্রদলের নেতাদের সূত্রে জানাগেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ তিন বছর পর গত ৩ জুন ২০২৫ তারিখে ৩৫ সদস্যবিশিষ্ট শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এই কমিটিতে এইচএম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ত্যাগী ও মাঠে সক্রিয় নেতাকর্মীরা বাদ পড়েছে দাবি করে কমিটি ঘোষণার পর থেকেই এই কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে ছাত্রদলের একাংশ। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য খোলা চিঠি দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ছাত্ররাজনীতি করে আসছি। অথচ যাকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে তিনি অনেক আগেই ছাত্র রাজনীতির বয়স সিমা অতিক্রম করেছে, তিনি একজন আইনজীবী, বাস মালিক সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, এবং দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থি। এছাড়াও ছাত্রদলের তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এজন্য আমরা সবাই ওই কমিটি প্রত্যাখান করেছি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক এইচএম জাকির হোসেন বলেন, ‘একটি কমিটি করা হলে সেখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। যারা ত্যাগী তাদেরকেই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এই কমিটিকে স্বাগত জানিয়ে শরীয়তপুরে ছাত্রদলের নেতারা একাধিকবার আনন্দ মিছিল করেছে। তাই দীর্ঘ ৪বছরের নেতৃত্ব শূন্য নেতাকর্মীদের সুসংগঠিত করে একটি সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রদলকে যোগ্য নেতৃত্বে হাতে তুলে দেওয়ার জন্যই আমাকে কেন্দ্রীয় কমিটি দায়িত্ব দিয়েছে। আমি সঠিক ভাবে এই দায়িত্ব পালনের চেষ্টা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত