ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক রাফসান রোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল রহমান ফয়সাল, পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নোমান আল নওশাদ, পৌর ছাত্রদল নেতা নাদিম আহমেদ, কলেজ ছাত্রদল নেতা সজিব, রেদোয়ান প্রমুখ।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে। কর্মসূচিতে ফলের গাছ, ওষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত