ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের ক্লাস শুরু

রংপুর মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের ক্লাস শুরু

রংপুর মেডিকেল কলেজের ৫৪তম নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা নুরজাহান বেগম। বক্তব্য রাখেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান। রংপুর মেডিকেল কলেজের উদ্যোগে প্রথম প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজনকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় প্রতিযোগিতা ও উৎসাহ প্রদান করাই এই অ্যাওয়ার্ড প্রদানের উদ্দেশ্য। এবারের অ্যাওয়ার্ড গ্রহণ করেন রংপুর মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের আনিকা জামান ও তৌফিকা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. এবিএম মারুফুল হাসান মারুফ। অনুষ্ঠানে ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত