ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় লেখক সম্মেলন

নওগাঁয় লেখক সম্মেলন

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ ও ১৯ জুলাই। শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মতো এর আয়োজন করতে যাচ্ছে। গত মঙ্গলবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও মাহফুজ ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘সলক’ সম্পাদক অনিন্দ্য তুহিন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘রূপান্তর’ সম্পাদক রবিউল মাহমুদ, শিশু-কিশোর বিষয়ক কাগজ ‘পুস্প কেতন’ সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, কবি আনিমা দেবনাথ প্রমুখ। আগামী ১৮ ও ১৯ জুলাই নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ হতে শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন। সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিন জনকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ মূল্য, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

উল্লেখ্য নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় দেশ বরেণ্য কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। জুড়িবোর্ডে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৫ কবি-সাহিত্যিকের নাম সম্মেলনের এক সপ্তাহ পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত