নেত্রকোনার মোহনগঞ্জে হাওর রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাবইয়ের হাওর, পাথরঘাটা ও আশপাশের কয়েকটি হাওরে এ অভিযান চালানো হয়। উদ্ধার জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া এসব জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।