ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নবীনগরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আরও কার্যকর ও টেকসই করতে দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার রুহল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তাসহ ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঋণগ্রহীতাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতা অর্জন, সঞ্চয় সংস্কৃতি গড়ে তোলা এবং ঋণের যথাযথ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত