ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আরও কার্যকর ও টেকসই করতে দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার রুহল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তাসহ ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঋণগ্রহীতাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতা অর্জন, সঞ্চয় সংস্কৃতি গড়ে তোলা এবং ঋণের যথাযথ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।