ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে ডিসির মতবিনিময়

দিনাজপুরে ডিসির মতবিনিময়

দিনাজপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে ১৩টি উপজেলায় সব ইউনিয়ন পরিষদ এলাকায় ১০০ প্রজাতির ন্যূনতম ৭ হাজার গাছের চারা রোপণ করতে হবে। এই গাছের চারা রোপণকে কেন্দ্র করে এখন থেকেই নিজ নিজ এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা, গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা পরিচালনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার সরকারি কমিশনার আরাব আল আকাশ। এছাড়া মতবিনিময় সভায় দিনাজপুরের ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত