কিশোরগঞ্জে মাদক মামলায় স্বপ্না বেগম নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত স্বপ্না বেগম (৫০) জেলার ভৈরব উপজেলা সদরের কালিকাপ্রাসাদ এলাকার মৃত রেনু মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত থেকে জামিন নেয়ার পর থেকে তিনি পলাতক।