ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে জোয়ারের পানিতে অর্ধশত ভেড়ার মৃত্যু

সোনাগাজীতে জোয়ারের পানিতে অর্ধশত ভেড়ার মৃত্যু

ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে কামাল হোসন নামে এক প্রান্তিক কৃষকের অর্ধশত ভেড়া মারা গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক কামাল হোসেন জানান। গত মঙ্গলবার গভীর রাতে সোনাগাজী সদর ইউনিয়েনের থাকখোয়াজের লামছি মৌজায় মুহুরি প্রজেক্ট সংলগ্ন ফেনী নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। খামারি কামাল হোসেন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে। জানা যায়, সন্ধ্যায় তার ভেড়াগুলো একটি পুরাতন বাঁশের তৈরি টংঘরে প্রতিদিনের মতো রেখে আসেন। ওই দিন গভীর রাতে জোয়ারের পানির তোড়ে টংঘরের একপাশ ভেঙে অর্ধশত ভেড়া জোয়ারের পানিতে পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয়।

ক্ষতগ্রিস্ত খামারি কামাল হোসেন জানান, খামারে প্রায় সাড়ে তিনশ ভেড়া ছিল, এখন ২০ থেকে ৩০টা ভেড়া আছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবিতে অর্ধশত ভেড়া দেখা গেলেও বাকিগুলো জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেছে। স্থানীয় কৃষক জামশেদ আলম জানান, কামালের ভেড়ার পাল আছে আমরা জানি। সে অনেকগুলো সন্দ্বীপ নিয়ে গেছে। তবে ওই দিন র্অধশত ভেড়া টং ভেঙে ডুবে মরে যাওয়ার খবর আমরা শুনছি। স্থানীয় আরেক কৃষক ইসমাইল হোসেন বলেন, ওই দিন কামালের খামারে শতাধিক ভেড়ার পাল রাখতে দেখেছি। এবং পরের দিন অনেকগুলো ভেড়া মারা যাওয়ার খবর শুনেছি।

সোনাগাজী উপজলো প্রাণিসম্পদ র্কমর্কতা নেবু লাল বলেন, বিষয়টি জানতে পরে আমরা যোগাযোগ করার চষ্টা করছি। উপজেলা নির্বাহী র্কমর্কতা নাজিয়া হোসেন বলেন, ভেড়া মারা যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগতিার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত