ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ জামাইসহ আটক তিন

রাজবাড়ীতে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ জামাইসহ আটক তিন

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার শ্বশুর সাইদুল প্রামানিক (৫০) কে উদ্ধার করে এবং অভিযুক্ত জামাই দাউদ মণ্ডলসহ তিনজনকে আটক করে। আটক অন্য দুইজন হলেন দাউদের বাবা মিজান মণ্ডল ও ভাই নাজমুল মণ্ডল। তিনজনেরই বাড়ি সমসপুর গ্রামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় সাত বছর আগে সাইদুল প্রামানিকের বড় মেয়ের সঙ্গে দাউদ মন্ডলের বিয়ে হয়। বিয়ের আগে শ্বশুর সাইদুল জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদের কাছ থেকে এক লাখ টাকা অগ্রিম নেন।

তবে জমি হস্তান্তর না করায় পরবর্তীতে দাউদ টাকা ফেরত চাইলে সাইদুল এক মাস সময় চান।কিন্তু আট বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ হন দাউদ। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে দাউদ ও তার পরিবারের সদস্যরা শ্বশুরকে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে সাইদুল প্রামানিককে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে পারিবারিক আর্থিক বিরোধের বিষয়টি জানা গেছে। তবে প্রকাশ্যে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত