প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রন এন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান খান। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, চৌমুহনী মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক কেএম মাহফুজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আববারুল হকসহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষক-কৃষানীসহ অনেকেই উপস্থিত ছিলেন।