পটুয়াখালীর কলাপাড়ায় সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারীদের হাটার সুবিধাতে ফেরিঘাট থেকে বড় মসজিদ পর্যন্ত ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ফেরিঘাট থেকে ড্রেনেজ ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌরসভার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, কলাপাড়া পৌর বিএনপি সহ-সভাপতি জাকির সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, সদস্য সোহেল সিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিম ফরাজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. রবিউল ইসলাম জানান, সড়কের দুই পাশে ১৪ ফুটের মধ্যে ড্রেনেজ ৬ ফুট করে ১২ ফুট ফুটপাত নির্মাণ হবে। এতে পথচারীদের হাটার সুবিধা হবে এবং কলাপাড়ার সৌন্দর্য বৃদ্ধি পাবে।