ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দুই জেলায় সড়কে নিহত পাঁচ

দুই জেলায় সড়কে নিহত পাঁচ

জুই জেলায় তিন মোটরসাইকেল আরোহীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তাদেও মৃত্যু হয়।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মোটরসাইকেলে করে ওই তিনজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নওগাঁগামী ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলেও পরে সেটি আটক করা হয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বদলগাছী (নওগাঁ) : বদলগাছী উপজেলার ভটভটি ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার করে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন বদলগাছী উপজেলার দিঘীরপাড় বৈরাগী পাড়ার কার্তিক। তিনি বদলগাছী উপজেলা একটি ছাপাখানায় কাজ করতেন। অন্য হতাহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বদলগাছী থেকে ভটভটিতে ধানের তুষ বা গুড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজি (অটোরিকশা) জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছীর দিকে আসছিল। এ সময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালি নামক স্থানে ভটভটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে যায়। আর সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় সিএনজিতে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়ে ঘনটাস্থলে দুইজন মারা যায়। আরও তিনজন গুরুত্বর আহত হলেও তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। বৈরি আবহাওয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় চকবনমালি গ্রামের আব্দুল হামিদ বলেন, বিকট শব্দ পেয়ে ছুটে এসে দেখি ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে আছে। সিএনজি দুমড়ে-মুড়চে রাস্তার ওপরে। আর মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরমধ্যে দুইজন মারা গেছেন। আর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত