গতকাল বৃহস্পতিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্মেলন থেকে কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আজম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া শপথ। এছাড়া বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. সেলিম মিয়া ও ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন।