সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক প্রাদেশিক সদস্য বীরমুক্তিযোদ্ধা শহিদ স ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি তালা উপজেলার মিঠাবাড়িস্থ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে সাতক্ষীরা প্রেসক্লাব ও পত্রদূত পরিবারসহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল মমিন প্রমুখ।
এসময় সেখানে আর উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদার, নির্বাহী সদস্য, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, এসএম তহিদুর রহমান, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন, স ম আলাউদ্দীনের ভ্রাতা স ম আকতারুল ইসলাম, স ম আলাউদ্দীনের পুত্র ইকবাল পারভেজ জয় প্রমুখ।