পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা সামিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহেনা আক্তার। সভায় করোনার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট সনাক্তের জন্য কিট সরাবরাহ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং গণসচেতনতা বাড়াতে বিভিন্নভাবে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। করোনা পরীক্ষা করার জন্য দুটি কক্ষ প্রস্তুত রয়েছে। এছাড়া উপজেলার সার্বিক পরিস্থিত স্বাভাবিক রাখতে ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, উপজেলা প্রশাসন ও পুলিশকে সার্বিক সহায়তা করা হচ্ছে।