বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া মেহরাব হোসাইনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা উখিয়া থানা পুলিশকে খবর দিলেও পুলিশের পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই লাশ শনাক্ত করে নিহতের বাড়িতে নিয়ে যান।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ হন মেহরাব।
নিহত মেহরাব কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধু-বান্ধবসহ ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ঝরনা দেখে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। আচমকা খালের পানি বেড়ে গিয়ে বাঁশের তৈরি সাঁকো ভেঙে গেলে পার হতে গিয়ে মেহরাব পানির তোড়ে তলিয়ে যান এবং মুহূর্তের মধ্যেই নিখোঁজ হন। উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।