সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে এই প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। কলেজটির রাজনৈতিক পরিমন্ডলে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি, যেটি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বারিত এক পত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর আগে, কমিটি গুলো ১৭ জুন এক পত্রে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়।
নবগঠিত সরকারি মহিলা কলেজের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহানা ইয়াসমিন। সদস্য সচিব হয়েছেন করিমন নেছা শান্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা। সদস্য সচিব করিমন নেছা শান্তা বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। আমি মনে করি এই কমিটির মাধ্যমে আমাদের কলেজে ছাত্ররাজনীতির একটি নতুন দিগন্তের সূচনা হলো।