কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ইউএনও শবনম শারমিন।
এবারের মেলায় মোট ১৪টি স্টলে বিভিন্ন ফল ও ফুলসহ ঔষুধি গাছের চারা স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।
এ মেলা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। মেলা উপলক্ষে উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজহার উল আলম, মৎস কর্মকর্তা জয় বণিক, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমুখ।