ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বড়লেখায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

বড়লেখায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে তাণ্ডব চালিয়ে বিএনপি’র প্রার্থীর এজেন্ট, ভোটার ও সমর্থকদের ওপর হামলা ও ব্যালট পেপার কেড়ে নিয়ে জাল ভোট প্রদানের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর এপিএস কবির আহমদসহ ১৪ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। থানায় মামলাটি করেছেন বড়লেখা পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমদ।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা গত শনিবার রাতে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত