সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় গ্রাম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে। যার অনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। সুনামগঞ্জ-২৮ বিজিবি জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে লাউরেরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। জব্দ ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপের আনুমানিক মূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। যার সর্বমোট মূল্য ২৬ লাখ টাকা। টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুল হাসান ডিও।
এ সময় বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ৩২ জন বিজিবি ও পুলিশ সদস্য অভিযানে অংশনেন। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চত করে জানান, ঊর্ধ্বতন সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমাদানের প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।