সিরাজগঞ্জের চর এলাকায় গরুর খামারে ডাকাতির সময় খামারিকে হত্যা ও তার নাতিকে বস্তাবন্দি করে ফেলে রেখে যাওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, টাঙ্গাইলের শাহ আলম (৪১), হাসান মন্ডল (২৬), আমির হোসেন (৪৪), শাহিদ (৪২), ইসমাইল ব্যাপারী (৫৫) এবং সিরাজগঞ্জের ইউসুফ আলী (৩০) ও আ. মালেক (২৭)। ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করছিল। গত ২০ মে রাতে নৌকাযোগে ১৭/১৮ জনের এদকল ডাকাত সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চরে যায় এবং সেখানে গরু খামারি তারা মিয়াকে (৬৫) হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ সময় ওই খামারির নাতি ইব্রাহিম খলিলকে (১৮) বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। পরদিন সকালে চরের লোকজন ঘটনাস্থল থেকে নাতিকে উদ্ধার করে খামারির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা করা হয়। এ মামলা পুলিশ সুপার ফারুক হোসেন ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ চর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গোপন সংবাদেরভিত্তিতে গত শনিবার ভোরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লুণ্ঠিত একটি গরু উদ্ধার করা হয়েছে।